সহজিয়া! ঘুমাওনি জানি।
এমন নয়, আমাকে ভেবে-ই তুমি জেগে আছো!
ভৌগলিক কারণেই এখন আমার রাতগুলো তোমার দিন।
আজ পহেলা ফাল্গুন, অতঃপর ভ্যলেন্টাইন!
তুমি কি আজ হলদে শাড়ি পরছো?
খোঁপায় হলদে গোলাপ ফুল! আয়নায় তুমি সাজবে যখন
অন্যকেউ আজ পরিয়ে দেবে ফুলেল কানের দুল!
ভ্যলেন্টাইনে কি লাল-শাড়ি, আর খোঁপায় লালগোলাপ,
নাকি, কয়েক গুচ্ছ-মালা-বেলিফুল?
সহজিয়া! বোস্টনে কি কৃষ্ণচূড়া ফোটে,
অথবা পলাশ, শিমুল? তোমার বাহারপুরের গাছগুলো
আজ বাহারি রঙে সেজেছে। তোমার-ই মতোন
ওদের মনে আজ ফাগুন!
আমার সৌখিনতার গোলাপগঞ্জে গোলাপ ফুটলো না।
ফুটলো কাঁটা, রক্ত-ঝরা হৃদয়, রক্ত-ঝরা আঙুল!