আমার ভাবনায় ক্ষুদ্রতা ছিলো।
আমার মননে আর মস্তিস্কে
দীনতা ছিলো, আছে। হয়তো
থাকবে বহুকাল। আমি মৌলিক
শিক্ষায়, চিন্তায় ছিলাম পশ্চাদপদ।
আর আজো আছি। আমি বৃত্তের বাইরে
কখনো কিছু ভাবতে পারি নি। আজও
পারি না। আর হয়তো কখনো পারবোও না।
দেশ, পৃথিবী, মহাকাশ আর মহাকাল নিয়ে
একরাশ অন্ধকারাচ্ছন্নতা আমাকে ঘিরে ছিলো।
আমি সে অন্ধকারের অতল থেকে বেড়িয়ে
আলো-তে আসতে চাইনি। আমার
জ্ঞানের পরিধি আর মিথ্যে অহমিকা
আমাকে চেপে ধরেছিলো, আজো আছে।
অথচ আমার সম্পুর্ণ বিপরীত যে চরিত্র,
পৃথিবীর অন্য প্রান্তে জাগ্রত সে আপনি!
আমার নমস্য মহাবিজ্ঞানী স্টিফেন হকিং!
আজ ১৪ই মার্চ, ২০১৮ আমি বর্তমান
আর আপনি আজ থেকে অনুপস্থিত!
গভীর শ্রদ্ধা হে নমস্য আমার বিপরীত!