প্রিয় মিথ্যে,
একদিন তোমার সমস্ত সুখের রঙ-
হলুদ।
হলুদ! কেনো হলুদ কেন?
আমার সুখের কি পাণ্ডুরোগ?
পাণ্ডুরোগ কি না জানি না। তবে,
তোমার রক্তে শততার বড় অভাব।
তাই! শততার অভাব?  
তো শততার রঙ কি? যার প্রভাবে
আমার সুখের রঙ একদিন হলুদ!
প্রভাবে নয়, অভাবে।
আর শততার রঙ? প্রশান্তি!
তোমার আজ সব আছে। বিত্ত বৈভব
আর আছে অভিশাপ। তাই প্রশান্তি নেই।
তাই একদিন, তোমার সমস্ত সুখের রঙ-
হলুদ।
আচ্ছা! আর অভিশাপ কার? তোমার?
না। সময়ের। তোমার কৃতকর্মের।