খুব ক্ষুধার্ত আর তৃষ্ণাতুর লাগছে
যেনো বহুদিন কিছুই খাই নি,
পান করি নি। অথচ নিয়ম করে
কতো ধোঁকা খেয়েছি, কারণে আর
অকারণে গিলেছি থকথকে হলুদ হলুদ
সব প্রতারণা, প্রবঞ্চনার জুস।
কিছু খাওয়ার জন্য অপেক্ষা করে আছি
যেনো কৃষ্ণ গহ্বর । কিছু পান করার জন্য
অপেক্ষা করে আছি, যেনো চাতক।
তবে যে কেউ যে কোন কিছু দিলেই
খেয়ে নেবো, গোগ্রাসে গিলে ফেলবো
এমন নয়। যদি তুমি দাও সবুজ সবুজ স্বপ্ন
দূর্বা ঘাসে সোনালী সোনালী শিশির একটা
নীল চাঁদ। তবেই খেতে পারি।