কবিতা!
সবাই তোমার পরিচয় জানতে চায়।
তুমি কোথায় থাকো?
কোথা থেকে এলে?
অনেক করেছি গোপন,
আর না! এবার জানুক সবাই-
তুমি বুকের ভেতরে গেঁথে থাকা ছুরি,
তুমি ঝরেপড়া অশ্রুকণা,
তুমি মাঝরাতে জেগে থাকার কারণ,
তুমি অতীত স্মৃতি, তুমি ভাবনায় বর্তমান,
তুমি দূর আকাশের চাঁদ, না দেখা সূর্য;
তুমি-ই অনাগত আগামী;
তুমি ঝরেপড়া বিন্দু-বিন্দু রক্ত।
তোমার সবচেয়ে বড় পরিচয়
তুমি আমার আজন্ম প্রেম!