আমি জন্মেছিলাম,
মানবশিশুর জন্মবিষয়ক
জীববিজ্ঞানের সব ধারা অনুসরণ করে।
আমি বিকশিত হয়েছিলাম;
প্রকৃতির স্বাভাবিক নিয়মে।
আমার অপরিপক্বকাল ভরপুর ছিলো -
অপার নির্মল আনন্দে।
জ্ঞান আর দৃষ্টিসীমার মধ্যে
যা কিছু ছিলো, মনে হতো-
অপূর্ব সুন্দর!
সময় আর পারিপার্শ্বিকতা আমাকে
ধীরেধীরে পরিপক্ব করে তোলে, আর
অনেক সৌন্দর্য ম্লান হতে থাকে।
আজ নিজের দিকে তাকালে মনেহয় -
যে জীবন যাপন করি তা আমার নয়।
যাদের আপনজন জানি, এরা কেউ না,
আমি শুধুই কাঠামো মানুষ না।
আমি কঙ্কালের ভাষ্কর্যের পাহাড়াদার।