ঐ যে পতাকা টি পতপত করে উড়ছে,
এর সম্পর্কে কিছু বলো-
       এতো খুব সোজা; পতাকা টি লাল-সবুজ
       এর মাপ দশ অনুপাত ছয়।
আর কিছু কি নেই?
        কি আর থাকবে?
        লাল কাপড় আর সবুজ কাপড়ে বানানো
        লাল-সবুজ পতাকা।
তাই! বুঝলাম, তাহলে তোমাকে বিশদ বলে লাভ নেই
সংক্ষেপে বলি-
এটা শুধু দশ অনুপাত ছয় না, এটা ৫৬৯৭৭ বর্গ মাইল।
এই পতাকায় আছে-
ত্রিশ লক্ষ শহিদের রক্ত দানের ইতিহাস।
এই পতাকায় আছে-
দু'লক্ষ মা-বোনের সম্ভ্রম হারানোর বেদনা।
এই পতাকা, যা তোমার কাছে দশ অনুপাত ছয়,
আর আমার কাছে ৫৬৯৭৭বর্গমাইল
তার প্রতি সেন্টিমিটার'এ দীর্ঘ ন-মাস ধরে চলা
পাক হানাদারের বর্বরতার, পৈচাশিকতার ইতিহাস।
এই পতাকায় আছে বাংলামায়ের দিকে কালো থাবা বাড়ানো
সু প্রশিক্ষিত সশস্ত্র হানাদার কে ঘাড় ধরে সীমানার বাইরে ছুড়ে ফেলার
এক বীরত্ব গাঁথা উপাখ্যান।
গৃহস্থ ঘরের পিতৃ হীন কিশোর
যুদ্ধে যাবার সময় মা'কে বলে গিয়েছিলো-
মা, তোমার কসম! স্বাধীনতা নিয়ে তবেই ঘরে ফিরব।
স্বাধীনতা এসেছে, খোকা আজও ফিরে নি।
ঐ পতাকায় আছে- শীর্ণ কুটির পাশে
পথ চাওয়া মায়ের অবুঝ মনের অনন্ত অভিমান।