কে যে কার কাছে শিখেছিলো!
তুমি মাকড়শার কাছে, না কি
মাকড়শারা তোমার কাছে?
কি সুনিপুণ মিথ্যা বিশ্বাসের ফাঁদ!
বিশ্বাসী পতঙ্গেরা ধরা পড়ে
ওরা পুড়ে মরে, ওরা বেঁচে থেকে
প্রতিমুহূর্ত মৃত্যু যন্ত্রণাতে মরে।
আর মাকড়শার মতো তুমি;
ঠিকই হেঁটে বেড়াও তোমার
সাজানো জালের'ই অন্য বুনন ধরে।
কেমন করে পারো? কে প্রথম?
মাকড়শা না তুমি, ছলনার জাল
বুনন কে শিখিয়েছিলো কাকে?