ক্ষমা! আমার কাছে
অবান্তর ক্ষমা চেয়ো না।
তার চেয়ে বরং ভালো
সময়ের আয়নায় নিজেকে দেখো।
মুখোমুখি হও নিজের। দেখো -
নিজেকে দেখো। মুখোশের আড়ালে
কতোটা ঢাকা পড়েছো তুমি, তোমার মুখ।
ক্ষমা চাও নিজের কাছে। যদি পারো
মুখোশের কাছে বিদায় চাও, বিদায় নাও
বিগত প্রবঞ্চনা, যা করে গেছো আমার সাথে তার থেকে।
দেখো, নিজের চোখে চোখ রাখতে পারো কি না!
নিজের কাছে নিজে ক্ষমা চাইতে পারো কি না।
সময়ের আয়নায় তোমার যে তুমিকে দাঁড় করালে,
তাকে তুমি ক্ষমা করে দিতে পারো কি না।
বিবেচনায় রেখো, সব অপরাধের ক্ষমা হয় কি না?
অতঃপর যদি নিজেকে ক্ষমা করতে পারো, করো!
আমার কাছে অবান্তর ক্ষমা চেও না!