আমার সরব উপস্থিতি
কারো কারো অনিরাপত্তার কারণ
তাই আর সরব থাকবো না।
আমি বেঁচে থাকবো এক
জিবন্ত ক্লীব হয়ে।


আমার চয়িত শব্দে গঠিত বাক্য
কারো কারো বিরক্তি আর
গভীরতম মনকষ্টের কারণ।
তাই আমি আর চেতনে বা অবচেতনে
সৃষ্টিশীল বাক্য রচনা করবো না।
আজ থেকে আমি শুধুই যাচ্ছেতাই।


আমি আলো দেখতে পাই অথবা,
আলোতে চলাচল করি
অনেকেরই তা পছন্দের নয়।
তাই এখন থেকে আমি না হয়
তাকাবো শুধু গভীর অন্ধকারের দিকে।
আর হেঁটে যাবো শুধু এক
সীমাহীন অন্ধকার ধরে।