তোমাকে ভেবে কিছু লিখতে ইচ্ছে করে,
লিখি। তোমাকে বলতে না পারা কথা, ভাবনা;
তোমাকে বুঝাতে না পারা অসহায় ব্যকুলতা,
সবকিছু দিয়ে একটা কবিতা লিখতে চাই, লিখি।
কিন্তু লেখা হয়ে গেলে, খুব অসহায় লাগে নিজেকে।
যা বলতে চেয়েছিলাম, যা বলতে চাই
ভাষায়, কবিতায় তা প্রকাশ করে উঠতে পারিনা।
প্রকাশ করা হয়ে উঠে না।
আমার অপারগতা আমাকে আরও অসহায় আর
ব্যকুল করে তোলে। আমি আবারও লিখতে বসি।
যদি কোন লেখায়, কবিতায় বলে দিতে পারি,
প্রকাশ করতে পারি সব না বলা কথা, সব ব্যকুলতা।