জল! তৃষ্ণায় জল সবারই চাই।
চাতকেরও জল চাই। ডোবা নয়,
পুকুর বা নদীর জল নয়।
চাতকের চাই মেঘ-গলা জল।
তাতেই শুধু চাতকের তৃষ্ণা মেটে।
তুমিও জল চেয়েছিলে। তৃষ্ণায়।
আমার কাছে ডোবা ছিলো না।
পুকুর বা নদী ছিলো না। তবে ছিলো।
অশ্রু-নদী! তুমি নদীটা-কে বইয়ে দিলে।
আঁজলা ভরে জল নিলে। পান করে গেলে।
আজ অনেক দিনের পর জানলাম,
তোমার তৃষ্ণা মেটেনি। তুমি তৃষ্ণার্ত। আর
আমারই মতোন তোমারও বয়ে চলে-
অশ্রু-নদী। তবে কি তুমি জানতে না,
অন্যের চোখের জলে কারো তৃষ্ণা মেটে না?