সব পালাচ্ছে। রাত্রি পালাচ্ছে
দিন পালাচ্ছে, প্রেম পালাচ্ছে,
মানবিকতা বোধ পালিয়ে গেছে
অনেক অনেক দিন। চাঁদ পালাচ্ছে
মেঘের আড়ালে। ভালোবাসা সেও
পালিয়েছে। তুমিও পালালে, কথা দিয়ে
কথাটা না রেখে। এবার আমার পালা।
ক্ষণকালের পরে, আমি হবো অন্য
কারো হাতের মুঠোয় এক মুঠো ছাই।
খোঁজতে এলে অবেলায়, দেখবে
পালিয়েছি। বেলা শেষে আমিও যে নাই।