এখানে স্বপ্ন-খুনের উল্লাসে,
খুনি'রা রাজা আর রানী সাজে উৎসবে।
এখানে এখনো রাত পোহায়
তবু কারও কারও দিন আসে না,
শুধু প্রতারকেরা খলখল হেসে উঠে।
এখানে খুনি'দের হাতে আঁকা আলপনায়,
থাকে কারও স্বপ্ন খুনের ছাপ।
এখানে নীরবে খুন হয় স্বপ্ন মেধা যৌবন-সময়;
প্রতারক রাজা-রানী বোধহীন,
মেতে থাকে স্বপ্ন খুনের উল্লাসে।