স্বপ্নের বোঝা নিয়ে হাটতে হাটতে
কখন যে কুঁজো হয়ে গেছে পিঠ।
প্রত্যাশার আকাশ কবে কখন যে
নিচু হতে হতে আকাশ-মাটির মধ্যসীমা
হয়ে গেছে নিজের উচ্চতার চেয়েও হ্রস্ব।
অলীক-মরীচিকার পেছনে ছুটে চলা আমি
তোমার দ্রাক্ষা রসের নেশার ঘোরে
চুড়ান্ত বিভোর। আর তোমার ভাবনায়
মোহিত আমি ভুলে গিয়েছিলাম,
স্বপ্ন-বাস্তবের পার্থক্য। কখনো ভাবনায়
আসে নি আস্থার গাছ হতে তোমারই প্রবঞ্চনায়
কখন যে স্বর্ণলতা-ভালোবাসা শিথিল হয়ে
ঝরে পড়ে গেছে। খেয়াল করিনি।
যখন খেয়াল হলো; ঠকে শিখলাম, দেখলাম-
হৃদয় এক বিধ্বস্ত নগর, যেনো হিরোশিমা
নাগাসাকি। আর আস্থা, বিশ্বাস, ভালোবাসা শুধুই
অভিধানে স্থান পাওয়া শব্দ মাত্র