দিনের বেলা স্বপ্ন সাজাই
স্বপ্নেরা চায় তোমায় ছুঁতে
রাত্রির সব ছাই হয়ে যায়
তোমার একটু উপেক্ষাতে
আকাশ ভরা হাজারো নক্ষত্রেরা
গোলাপি নক্ষত্র একদিন আমায় ডাকে,
সমুদ্র পারে আমার হাতে হাত রাখে
আমি তখন উষ্কখুষ্ক আমি তখন বাউণ্ডুলে
চাঁদ আমায় পথে নামায়
স্বপ্ন দেখায় ঘরের পথে পথ চলতে।
চাঁদ আমায় বলেছিলো,
দৈত চলায় পথ চলে যায় ঘরের পথে
আমি তখন স্বপ্নে বিভোর
ঘরের পথে পথ চলছি
চাঁদের হাতে হাত রেখে
স্বপ্ন আমার দুঃস্বপ্ন হলো
দুই ভেঙে এক হলো কোন সে ঝড়ে
আমি এখন যাচ্ছেতাই আমি এখন বাউণ্ডুলে
চাঁদের মুঠোয় অন্য হাত
আমার ঘরে-পথে কাটাকুটি
ঘর হারালাম পথ হারালাম
স্বপ্ন ভাঙবার ঝড়ের রাতে।