বৃষ্টি'ই যদি ঝরালে হৃদয়ে আর চোখে;
তাহলে বৃষ্টি থামুক, অপেক্ষা করে যাও।
বুক জুড়ে কালবোশেখি; হা হা শূন্য
আকাশ কাঁপানো। অঝোর ধারা শ্রাবণ ঝরায়ে
ঝরায়ে মেঘ গুলো সব মগজ থেকে হৃদয় থেকে নিঃশেষ করে যাও।
বৃষ্টি যদি ঝরালে; আর একটু থাকো,
বৃষ্টি থামুক এ জন্মেরমত তারপর যাও।


শূন্যতায় আজ বসতবাটি; শূন্য মনে, শূন্য
ঘরে, শূন্যতা উড়াই শূন্য আকাশে।
শূন্যতা'কে দাঁতে চেপে চিবিয়ে চিবিয়ে
গেলাস গেলাস শূন্যতা দিয়ে কঠিন শূন্যতা
গিলে গিলে খাই। শূন্যতা'ই আজ আমার
সম্বল; শূন্যতা আমার পানীয় খাবার।
শূন্যতা যদি দিয়েই গেলে; একটু থাকো।
শূন্যতার শূন্যতা নামুক, তারপর যাও।