আমি দীর্ঘকাল বেঁচে থাকতে চেয়েছিলাম,
অথচ! আমি স্বেচ্ছায় মৃত্যু বেছে নিলাম।
আমি শাব্দিক অর্থে বেঁচে থাকা বা মৃত্যুর কথা বলছি না।
আমি জানি; তুমি জানো, তুমি বুঝবে,
আমি কোন মৃত্যু কোন বেঁচে থাকার কথা বলছি।
তুমি যে স্থানিক দূরত্ব'টা বাড়িয়ে দিয়েছিলে;
আমি শুধু সেটাকে ঘোচাতে চেয়েছি,
আমি শুধু চেয়েছি, আমাদের ঘড়ির কাঁটা
একই সময় জানান দিক।
আমি স্বর্গ-লোভী নই, তুমি সুখের স্বর্গ ভেবে
যে পথে গেছো, আমি শুধু তোমার পথ অনুসরণ করেছি।
তুমি বেঁচে থাকতে চেয়েছো, বেঁচে গেছো।
আমিও বেঁচে থাকতে চেয়েছিলাম,
অথচ আমি স্বেচ্ছায় মৃত্যুকে বেছে নিলাম