মানুষ তো কতকিছু করে;
আমি না হয় আকাশ দেখে দেখে
বাড়াবো বয়স, তারপর
কোন এক হেমন্তের পাতাঝরা ভোরে
পৃথিবীকে বাতিল করে দেবো।
খুব কোন কিছুই তো হয় নি আমার
না সন্ন্যাস না সংসার। যা হয়েছে,
তুমি জানো এক অতৃপ্ত জীবনকাল।
শুধু তোমাকে মনে রেখে যখন পা বাড়াবো
অনন্ত যাত্রার দিকে, শুন্য এ আমার
কিছুই কি সঙ্গী হবে না? হয়তো হবে
এক অহংবোধ, শেষ যাত্রা ক্ষণে
এক তাচ্ছিল্যের হাসি। তুমি জানবে না
এ তাচ্ছিল্য কাকে? তোমাকে, পৃথিবীকে
না আমার নিজেকে?