তোমার সভ্যতা আধুনিকতা
তোমার ধনতন্ত্র সব লকডাউন।
তোমার অহংকার, একদিন
সেও লকডাউনে যাবে।
তুমি বলতে, পৃথিবী তোমার
হাতের মুঠোয়, মহাবিশ্ব সেও
তোমার নখদর্পণে। আকাশের
ওপারের আকাশ সে তোমার পদতলে।
তোমার অর্থকড়ির দেশ লকডাউনে গেছে
বহুদিন। তোমার ক্ষমতাবাজির নিউইয়র্ক
লন্ডন মিশিগান মাদ্রিদ বোস্টন প্যারিস
রোম ভেনিস ক্ষমতার পারদে নয়
প্রতিদিন লাশের সংখ্যায় শিরোনাম হয়
পত্রিকা আর টিভি নিউজে। চেনা
অথবা অচেনা প্রতিটি প্রাণের বিলুপ্তি
আমাকে কষ্ট দেয়। প্রতিটি মৃত্যু আমার
গহীনে গোপনে জল ঝরায়। তুমি তো
সেদিনই আমার কাছে লকডাউনে গেছো যেদিন থেকে শঠতা মিথ্যেবাদিতা অহংবোধ
তোমাতে ভর করেছে আর লোভের
দামে বিক্রি হয়ে গেছো। আমিও আজ
নাগরিক লকডাউনে। এখনো সময় আছে
অমনুষ্যত্ব আর তোমার অহংবোধ লকডাউন
করো নয়তো, করোনা কোভিড-১৯ তো তুচ্ছ
এরচেয়েও অধিক কিছু আসবে তোমার
লকডাউনে।