কেউ বলে ভালোবাসা।
কেউ বলে,
সখি! ভালোবাসা কারে কয়?
কেউ বলে ভালোবাসা মানে বন্ধন।
কেউ বলে পরম সুখানুভূতি।
কেউ জানে না; ঝিনুক জানে,
মুক্তো মানে-
বুকের খাঁজে মরণ অসুখ!