আমার অবাক হবার কথা ছিলো,
আমি নির্বাক হয়ে পড়েছিলাম।
আমি জেনেছিলাম,
মানুষের মাথায় বুদ্ধিবৃত্তিক চিন্তার জন্য থাকে
এক অনন্য মস্তিষ্ক। অথচ ওখানে
মলে পরিপূর্ণ; আমি বুঝতে পারিনি।
আমি ভালোবেসে ভালোবাসা পেতে
চেয়েছিলাম। অথচ ওরা আস্তিনের নিচে
বাট ছাড়া ছুরিকা নিয়ে মুখোশ মুখোশ হেসে
আমার সাথে দেখা করতে এসেছিলো।
আমার ঘ্রাণেন্দ্রিয় পরিব্রাজক হয়েছিলো
একটু সুগন্ধির আশায়, নেশায়।
অথচ চলন পথের দু'পাশে নোংরা আবর্জনার
দুর্গন্ধ ছাড়া কিছুই খুঁজে পায় নি।
আমার ভাবতে ভালো লাগে, লাগতো
মানুষে আস্থা হারানো পাপ।
অথচ আমি অন্তহীন সাঁতার কেটে চলছি
আস্থাহীনতার সমুদ্রে।
আমি ভুল সময়ের ভুল কেউ।