যদি খুব একঘেয়ে লাগে জীবন
যদি ভুল করে স্মৃতি মনে পড়ে,
যদি খুব ঘুমে বুজে আসে চোখ
অথচ ঘৃণা ধরে নতুন ঘ্রাণের
নতুন বিছানা বালিশে। যদি
নতুন প্রেমের মোড়কের ভেতরে
পুরানো প্রেমের মতো উচ্ছ্বসিত
কিছু না পেয়ে মন কেঁদে উঠে
যদি ফেলে আসা পুরানো প্রেমের ক্ষত
হঠাৎ সুখস্মৃতি বলে মনে হয়
যদি বিবেক জানান দেয় খুব ভুল করেছো
নিকট অতীতে। যদি খুব মনে হয়
কিছু ভুল না হয় দেরীতেই ধরা পড়লো
তাই বলে ক্ষতি কি সংশোধনে।
যদি ফেলে আসা তোমার বসার ঘরের পাশের
গোলাপগাছ মনে পড়ে যে প্রতিদিন ফুল ফুটায়
ভাবে তুমি আসবে, অথচ আসো না। ফুল
ঝ'রে যায়। সেও জানে না তুমি দূরে গেছো
কোন অভিমানে। যদি মনে পড়ে কোন
সন্ধ্যেবেলার স্মৃতি মনে পড়ে কিটকেট চকোলেট
যদি জোনাকির আলো খুব মনে পড়ে।
যদি মনে পড়ে পুকুরপাড়, বিকেলবেলা
ঘুরতে যাওয়া পুরানোবাড়ি, ধানক্ষেত কদমগাছ
আড্ডা সেল্ফি। যদি প্রতি সন্ধ্যের হাউস টিউটর
আসার আগের আর পরের স্মৃতি মনে পড়ে
যদি স্মৃতি ছাড়া সব বড় ফ্যাকাসে লাগে,
যদি খুব ভুল করে আমাকেই মনে পড়ে
তবে তুমি আকাশ দেখো ভেবো
আমি ভুল ঠিকানায় চিঠি