চাঁদ সেজেছে সাদার পাহাড় রাত সেজেছে কালো,
তারার দেশে করছে মিটিং জোনাক পোকার আলো।
দূর সীমানায় নজর ফেলে সূচালো এই আখি,
নিবুনিবু আদরগুলো হৃদয়মাঝে চাখি।


আদর আছে বুকের মাঝে আদর আছে গাছে,
ভালবাসার মিশেল আদর সবখানেতে নাচে।
পশুর আদর অশুর আদর চোখেচোখে রাঙে,
যার যেরকম আদরখেলা গড়ে এবং ভাঙে।


বয়স গেলে মানুষ খোঁজে আদরসহ সঙ্গী,
জীবনখানা এটাই যেন মেশে অঙ্গাঅঙ্গী।
সুখেই আদর পাখনা মেলে খোলামেলা হাসে,
ভালবাসার পরশ নিতে চোখটা বুজে আসে।


মেঘের আদর মেঘের সাথে বৃষ্টি হয়ে ঝরে,
পাতায় পাতায় আদরগুলো পড়ে থরেথরে।
রোদ ঝলমল রবির আদর ঝলসানো এক পিঠা,
আড়মুড়িয়ে জেগে ওঠে এই যে ধরনীটা।


ঘুরেফিরে বেড়ায় পাখি তারতো আদর ঠোঁটে,
এডালওডাল ঘুরেই তাদের আদর আরো ফোটে।
ঘরে-বাইরে শান্তি মেটে দাওনা আদর কিনে,
হয়ে যাবে অচল জীবন এইনা আদরবিনে।