মায়াবী মেদুর ঘাসে বসা ফড়িং
ডানা নেড়ে আসে একঝাঁক পাখি
আচ্ছন্ন সারস ঢুকে পড়ে গহবরে শিকারের আশায়।
কখনো সাদা মেঘ বৃষ্টির ঠিকানা খুঁজতে বেরিয়ে দিগন্তে মিলে যায়,
নতুন সকাল আসে সবুজের খামে
কাঁচা রোদের মখমল ধরণী নেচে ঝলমল করে ওঠে।
আমার আবাস পড়ে থাকে কাদাজলে, আস্তাকুঁড়ে, গোধুলির আভা ফুরোয় না আর-
আর সমস্ত সত্তায় লেগে থাকে একান্ত বিষন্নতা-  
আর আসেনা এই কুঁড়েঘরে সেই সতেজ মায়াবী মেদুরতা।
আজ সময় বড় অসহায়
চেয়ে থাকি আকাশের দিকে-