আকাশ সেতো নীলের ঝুড়ি
দূরেই পড়ে থাকে,
দিগন্তে তার শিকড়গুলো
কেমনে পুঁতে রাখে।


আকাশ সেতো নীলের সাগর
শূন্য দেহখানি,
মেঘ এখানে বসত করে
করে কানাকানি।


আকাশ সেতো দূর নীলিমা
ঝাপটে পাখি ডানা,
যায় উড়ে সে তেপান্তরে
কেউ করেনা মানা।


আকাশ সেতো চাঁদ-সূর্যের
আদি বসত ভিটা,
নিচেই মানুষ আগলে রাখে
সবুজ পৃথিবীটা।