আতিপাতি ছাতি কাঁপে
ভয়ে মোটামুটি রে,
দাঁতে রাতে ঘুমে ঘোরে
করে কাটাকুটি রে।


আঁকিবুকি খালি মুখে
সবই এলোমেলোরে,
দাঁতে ফাকে ফাকা দেখা
সবকিছুই গেলোরে।


উকিঝুকি দিতে গেলে
লালা পড়ে ছিটিয়ে,
হাবা-গোবা কথাবলা
হলোরে তা মিটিয়ে।


দিনে দিনে চিনে গেল
যত গাঁয়ে লোকজন,
ঠোঁটে ওঠে কালুথালু
দুখে-সুখে শোকমন।