আঁকতে গেলাম কত কিছু
নিলাম হাতে চাঁদা,
কলা-আঙুর আঁকতে গিয়ে
হলো সেটা আঁদা।


আঁকতে গোলক নিলাম হাতে
কম্পাস,পেন্সিল,কাঁটা,
গোলের ধারে কলম লেগে
হলো ফাটা ফাটা।


আঁকতে গেলাম গরুর গাড়ী
আঁকতে গেলাম চাঁকা,
কুকুর, বিড়াল, হাতি হলো-
আমার খাতায় আঁকা।


এলোমেলো আঁকতে গিয়ে
ছিঁড়লো আমার খাতা,
দোয়াত-কালি উল্টে খাতার
হয়ে গেলো যা তা।