সূর্য যদি সকাল হলে
পূব আকাশে ওঠে,
চুমু তখন দেয় ভরিয়ে
রঙ মাখানো ঠোঁটে।


তখন!
দূর আকাশে টগবগিয়ে
আলতো লাজুক হাসে,
বৃত্ত লালের সূর্য আমায়
এমনি ভালবাসে।


একটু পরে চকর কেটে
সূর্য যখন নামে,
দেহের ভাঁজে আলোর যত
গোলের কুচি থামে।


শেষে,
আকাশ থেকে ভালবাসা
মুঠোয় মুঠোয় ধরি,
সকালবেলার এই আলোতে
নিত্য গোসল করি।