পথ আঁকাবাঁকা
আমাদের গাড়ি চলে রংপুর-ঢাকা।
যেতে চাই বহুদূর এই গাড়ি চড়ে
শহরের রাজপথ-গলিপথ ধরে।


গাড়ি চলে সাই-সাই
কতকিছু দেখে যাই
রাস্তার পাশে
গাড়ি চড়ে বাড়ি যাই তাই অনায়াসে।
ফুটপাতে থালা হাতে ছেঁড়া জামা গায়
কানা-খোঁড়া-কুঁজো বুড়ো দেখি হেঁটে যায়।


কিছুদূর ফাঁকা
জ্যাম ঠেলে গাড়ি যায় বহুদূর ঢাকা
রংপুরে কাজ করে আমাদের কাকা
ঢাকা ছেড়ে রংপুর তাই হলো থাকা!