আমার বাসায় তুলতলে এক ছোট্ট পুতুল আছে
বাবা-মা ও যারা থাকে প্রিয় সবার কাছে।
দৌড়ে আসে দৌড়ে পালায়
বাড়ির মিনি তারই জ্বালায়
ঢোকেনা এই গেটে,
ঢুকলে পরে দৌড়ে বেড়ায় দেয়ালের সানসেটে!


আমার বাসায় তুলতুলে এক ছোট্ট পুতুল থাকে
জড়ানো তার ছোট্ট মুখে আম্মু বলে মাকে।
দেয় এগিয়ে দাদুর লাঠি
তাতেই করে হাঁটাহাঁটি
সারাবাড়ি ঘুরে
দাদু বলেন-তোকে পেয়ে আমরা খুশি বু' রে!


আমার বাসায় তুলতুলে এক ছোট্ট পুতুল নাচে
গল্প কথা বলে বলে থাকে সবার কাছে।
পুতুল নাচে ঝুমুরঝুমুর
গাল এঁকে যায় সবার চুমু"র
আদরে সব দাগ
এই পুতুলকে কাছে পেলে পালিয়ে যাবে রাগ!