অন্ধকারের আঁচল ছিঁড়ে
আসলো সোনার রবি,
তাজা সবুজ গাছ ফুঁড়ে ওই
ফুটলো ভোরের ছবি।


এর ভেতরে খুব ইতিহাস
টানা দীর্ঘ নয় ন'টি মাস
নিযুত শহীদ হয়ে,
বিজয় হাসি হাসলো এদেশ
মুজিব বিনিময়ে।


ফুলের মতো আমার এ দেশ
সব ঋতুতে সেরা,
পাতলে দেহ ঘুম এনে দেয়
মুগ্ধ সময়েরা।