আমার খুকুর শাপলা ফোটা গালে
যায়না দেয়া ছোট্ট করে টোকা,
হাত দিলে কেউ হঠাৎ তেড়ে আসে
সে হয়ে যায় আস্ত রকম বোকা।


চলে খুকু গুটিগুটি পায়ে
বয় যে শুধু মিষ্টি হাসি ঠোঁটে,
ময়না-টিয়া পাখির মতো বোলে
হরেক রকম কথাগুলো ফোটে।


আদর ভরা ছোট্ট খুকুর দেহ
সাজানো তা সদ্যফোটা ফুলে
সবার সোনামনি আমার খুকু
তার নিয়ে তো গল্প সবার মূলে।


গল্প খুকু শুনতে অনেক পটু
ঘুম কেড়ে নেয় অনেকটা রোজ রাতে,
রূপকথা আর পাখির ছড়া শুনে
আনন্দে তার মন ভরে যায় তাতে।