জীবনটি ভর কষ্ট পেলাম ভাঙলো নাতো ভুল,
টেনশনে সব পাকলো আমার কাচা মাথার চুল।
এক করেছি রাতকে দিনে দিন করেছি রাত,
খুব করেছি কষ্ট পেতে একটা মুঠো ভাত।


থেকেও পাশে কেউ ছিলোনা দিতে একটু সুখ,
করছি যে কি দেখতে সেটা বাড়ায়নি সে মুখ।
বারেবারে সঙ্গী আমার ভাঙে অবুঝ মন,
সামনে গেলে পেছন টানে অতি আপনজন।


জীবন যখন আঁধার এলো চপচপে তার ঘাম,
কষ্টগুলো দূর করিতে সঙ্গী বানালাম।
সঙ্গী আমার জীবন জুড়ে দেয়নি মোটে সুখ,
সুখ সেটাকি তার থেকে এই পায়নি এতটুক।


পড়াশুনা করতে গিয়ে ছেড়ে দিলাম ঘর,
জীবনজুড়ে বইলো তখন কালবোশেখি ঝড়।
ঝড় থামাতে সঙ্গী নিলাম সামাল দিতে ভর,
ঝড়-আগুনে উঠলো ফেঁপে আগ্নে'গিরির স্বর।


নিভেই গেলো ভোরের ফুল
ভাঙলো না এ মনের ভুল,
কী কারণে এনেছি তার পাইনা কোন কূল
টেনশনে সব পাকলো আমার কাচা মাথার চুল!