গাছগাছালী পাখ-পাখালী
বলছে কত কথা,
দিকে দিকে জাগলো সাড়া
বিশ্বমানবতা।


আলোর মিছিল উদয় হলো
ধরার চতুর্দিকে,
কী কুটিল! এ আধার যেন
সব হয়েছে ফিঁকে।


হিংস্রতাতে লোপ পেলো যেই
ঈমান-আমলখানি,
কোন ঝলকে বদলে গেলো
সকল হানাহানি!


অপূর্ণতার আকাশ-পাতাল
হয়ে গেলো পূর্ণ,
যে পরশে হিংসা-বিদ্বেষ
সব হলোরে চূর্ণ।


সে যে আমার প্রেমের আধার
মনপ্রাণের সবই,
নূর মোহাম্মদ সাল্লিয়ালা
তিনিই বিশ্বনবী।


তাঁকে আমি বুকের মাঝে
সকল সময় রাখি,
এই নামেতে অশ্রু ঝরায়
আমার দুটি আখি।


বিশ্বনবী ধ্যানের ছবি
বুকটা জুড়ে আছে,
দূর হয়ে যায় আধার কালো
এইনা নূরের কাছে।