ভোরে আমার ঘুম ভেঙে যায়
ঘোর কেটে যায় ঘোর,
চোখ ছলছল ঘুরছে মাথা
নেই কোনো উত্তর-


আজকে যাবো পূবের পাড়ায়
আমার পাখি বিড়াল তাড়ায়
হামলে ধরে ডানা,
এই কারণে পাখি আমার
হয়ে গেছে কানা।


ধর ধরধর ওইতো বিড়াল
আড়াল নিলো বেড়ার,
এই এখানে পাখনা কত
পড়ে আছে ছেঁড়ার।


যেই পাকালাম কিলের ঘুষি
দৌড়ে এলো বিড়াল পুষি
মিউ-মিউ-মিউ আদর দিলো
থমকে গেলো হাতের কিলও
বলল পুষি কেঁদে,
তোমার পাখির চোখ তুলেছে
বনের বেজি বেঁধে।


বলল পুষি আরো-
খুব করে তার পিছু নিয়ে
ভেঙে দিলাম ঘাড়ও।


এসব শুনে হঠাৎ আমি
মস্ত হলাম খুশি,
আমার পাখির সাথে আপন
হলো আমার পুষি!