পোষ মেনেছে বনের পশু
মনের কোনে বাস,
সঙ্গীবিহীন সঙ্গ সে দেয়
থাকে চারিপাশ।


আদুরে মোর সোনার পাখি
আমি যে খুব খুশি,
আদর করে তারে আমি
নাম দিয়েছি পুষি।


ধবল সাদা কাজল চোখের
মিষ্টি যে তার ডাক,
হঠাৎ করে ডাকলে আমি
খুশিতে হই বাক!


সারা দিনের কর্ম শেষে
ঘুমাই যখন রাতে,
পুষি আমার এক বালিশে
ঘুমাতে যাই সাথে।


যখন পুষি দুষ্টুমিতে
খেলতে মনে চায়,
ভুল করে না সায় নিতে তার
গোঁপের ইশারায়।


এই পুষিকে দূরে রেখে
কেমনে বলো থাকি,
তাই তো তারে সঙ্গে করে
বুকের কোনে রাখি।