মঙ্গল যখন ঠান্ডা বাতাস নিয়ে
থরথর করে কাঁপে
পৃথিবী তখন সাতরঙে সূর্যের আস্তিন
ধরে নামায় তার পিঠে।


ঘুর্ঘুর করে ছোটে
একদিকে সূর্য একদিকে পৃথিবী
আমেরিকা আরব বাংলাদেশ...


একদেশ ঘোরে আরেক দেশকে ঘায়েল করতে
শাসক হয়-রাজত্ব ফলায় অধিকার কাড়ে


কিন্তু অপরাজেয় বাংলা ফণা তুলে
ঘুরে দাঁড়িয়েছিল নক্ষত্রের মুখে
শেখ মুজিবের দক্ষ রণকৌশলে মুখ থুবড়ে
ঘুরে পড়েছিলো দেঁতো শত্রুরা!


আমার সূর্যসন্তান-
আছড়ে ফেলেছিল বিষধর সাপের ছোবল
আর ঘুরছি স্বাধীন হয়ে-