তোমাকে ভালোবাসি খুব
পায়েল পরা হাঁটা সবুজের গাথুনী টাচ করে
এগোয় হৃদয় কাড়া বাতাস
আকাশী আবেগ পায়তারা করে
মনের কোণে জমায় দুপুরের শ্রান্তি


দুধারে স্রোতস্বিনী টানে
চাঁদের অমাবস্যা।


প্রজাপতির অজানা নকশা মগজ থেকে
বের করে আনে কবিতার পালক


তিলতিল করে গড়ে আলসে ইমারত
পাথর ভুমি ফুঁড়ে বেরোয়
নিষ্পাপ ফসলের নিটোল হাসি


এখানে আমরা গলাগলি করে চলি
মজুর তাতী কৃষক-
আর
মসজিদ,মন্দির, গীর্জার পাশে শুনি
সম্প্রীতির এক সোনালী ফুল
আমি ভালোবাসি মা মাটি
প্রিয় স্বদেশ আমার-