দাদুর বলা গল্পগুলো গল্প নয়রে মোটে,
শুনলে সেসব গায়ের পশম কাটা দিয়ে ওঠে।
বুকের ভেতর ধুকধুকানি অন্ধকারে বাড়ে,
দীর্ঘশ্বাসে বলেন দাদু ভুলতে পারি না রে!


এই বাংলায় গেঁড়েছিলো হানাদারের ঘাটি,
তাদের হাতে গণকবর চেপে আছে মাটি।
এই মাটি-মা ধুলোর সাথে দিনটা আমার চলে,
স্মৃতি হয়ে গেঁথে আছে লালপেড়ে আঁচলে।


সাতই মার্চের ভাষণ ছিলো স্বাধীনতার শুরু,
পাক বাহিনীর বুকটা তখন কেবল দুরুদুরু।
গোঁফ পাকিয়ে পেছনদিকে করতেছিলো বড়াই,
তখন হলো পাক-বাঙালীর স্বাধীনতার লড়াই।


আমার মানিক বিদায় নিলো দাদু ওরে শোনো,
ওদের অমন নিষ্ঠুরতার নেইরে জবাব কোনো।
তারপরেও আছি বেঁচে স্বাধীন দেশে আমি,
আমরা এখন স্বাধীন জাতি এটাই বড় দামী।