বারুদ পোড়া দেহ আমার
পুড়ে পুড়ে খাক,
চারিদিকে ভাসছে ধোঁয়া-
গন্ধ শোঁকে নাক।


গন্ধ শোঁকে তুলোর ধোঁয়া
বোয়াল কাটার ঝোল,
গায়ের ওপর আশটে ছিঁড়ে
পাল্টে গেছে ভোল।


চলতে আমি পারিনা আর
আগের মত ঠিক,
পোড়াপোড়া চাঁদকে দেখি
আমার চারিদিক।


যাকে দেখি বাসি ভালো
আমি সাধারণ,
দূর্বলতা ভেবে সবাই-
ভাঙে আমার মন।