ধরো আমি কখনো যদি
তুমি হয়ে যাই!
ফুল কুড়িয়ে মালা গেঁথে
তোমার বাসর সাজাতে বসবো
আমি তোমার পথে বিছানো
ইটের খোয়া হয়ে যাই
সাপের লেজে পা দিয়ে
উল্টো ফণা ধরে আমি বশে আনি
বাঘের লোলুপ গোঁফ
লাল নীল জরি করা ময়ূরের ডানায়
লিখি তোমার নাম
আমি দেখতে চাই না
কালো প্যাঁচার একরোখা শাসন
বোতলে বদ্ধ পোষা খয়রা-পুঁটির উৎসবে
শকুনি মা কাঁদে!
আমি এসব না শুনে শুধু
তুমি হয়ে যাই-
অনুভবে বাঁধি এক সাগর প্রেম গোলাপী চারা
সূর্যের রোদে ঝলমল করে
ছড়াই বুকের বাঁ'পাশের সবুজ শ্বাস
আর তুমি হয়ে রই
শান্তির নির্মল বাতাস-