রোদ্দুরে যে চরম-গরম
মাঘের বরফ শীত,
বসন্তে ফুল ঋতু এসে
হয়ে গেলো জিত।
ছড়ানো এই রূপ সুধা আর-
জ্ঞান যে হিতাহিত।


ভাদ্দরে তাল ঝুলে আছে
আকাশ মাঝে নীল,
জল থইথই বৃষ্টি এসে
ভরায় পূবের বিল।
কী অপরূপ পরিবেশে
পেলাম মনের মিল।


মেঘপরীদের লাঙ্গল-গরু
আকাশ করে চাষ,
নদীর ধারে বাতাস পেয়ে
দোলে সাদা কাশ।
বিল পেরিয়ে ছোট্ট গাঁয়ে
আমরা করি বাস।