প্যাঁচার কথায় নাচতে গেলো ফড়িং রেখে ঘাস
ফ্যাঁসফ্যাঁসিয়ে গাইতে এলো উড়ুক্কু এক হাঁস।
কাকের ডাকে কুটুম এলো মাছের ডাকে বক
শেয়াল বলে আঙুর কেনো এতো বেশি টক!


দোয়েল ডালে লেজ নাচালো ফিঙের মুখে গান
বুড়ো শালিক ঠোঁট বাঁকিয়ে খাইতেছিলো পান।
বাদুড় গাছে ঝুলতে গিয়ে বললো- তোরাও ঝোল
কাঠঠোকরা ঠুকরে গাছে বাজায় গানের ঢোল।


কোকিল আসে বসন্ততে মিষ্টি মধুর ডাক
মৌমাছিরা গাছের ডালে ঝুলিয়ে দেয় চাক।
সূর্য ঝরায় আলো তাতে দিনেই করি চান
নরম নরম প্রকৃতিটা কী অপরূপ দান।