আয়রে পাখি তেজভোলা
টিয়ের মতো লেজঝোলা
আয়রে সকাল-দুপুর হলে আয়,
যাসনা দূরে ঘাটছাড়ি
ভালোতো নয় বাটপারি
এগাঁও-ওগাঁও আঁধার হলে তায়।


আয়রে ডাকি ডাকপাখি
ঘুমেই চলে নাকডাকি
পড়ার সময় পড়িস নারে কেন!
ওইযে ওঠে রবিমামা
গায় জড়ানো ছবিজামা
লাল কাপড়ে শিশির মাখলেন।


আয়রে সোনা ফুলদানি
করিস নারে ভুলখানি
লেখায়-পড়ায় করিস নারে হেলা,
ডাকলে ওঠ গুরুজন
সময়মত ঘুরুমন
চলছে ওপর আকাশ খানা বেলা।