আম্মু আমার বেজায় ভাল
বাবা অনেক রাগী,
তার কারনে পড়তে হয়
অনেক ভোরে জাগি।


রাতের আধার না কাটতেই
মুয়াজ্জিনের ধ্বনি,
মসজিদে চল বাবার আদেশ
আল্লাহকে মানি।


তার পরেতে তুলতে হবে
পড়াশুনার গতি,
নয়লে পিঠে পড়বে লাঠি
ছাড় নয় এক রতি।


পড়াশুনা করলে নাকি
অনেক বড় হয়,
নামে গুনে মেলে নাকি
নিজের পরিচয়।


কিন্তু আমার মন বসে না
পড়ার বইয়ে মোটে,
মনটা কেবল ব্যকুল হয়ে
খেলার মাঠে ছোটে।


পড়ো পড়ো সব সময়ে
সবার চেয়ে আগে,
বাবার গলার শব্দ কানে
সবচে খারাপ লাগে।