ঠেলাগাড়ি টানছে খোকা বস্তাভরা ধান,
রাস্তা সোজা চলছে গাড়ি টানের পরে টান।
কিন্তু হঠাৎ! খাদ পড়েছে একটি বাড়ির কাছে,
উল্টে গাড়ি পড়লো খাদের নিকটতম গাছে।
উঠেই পড়ে কাঁদছে খোকা সারা গায়ে দাগ,
কিযে করে! ভাবছে খোকা করবে বাবা রাগ।


খাওয়া ছেড়ে ছুটে এলো পাশের বাড়ির লোক,
বললো-খোকা,এসো খেয়ে, নাওনা কাটুক শোক।
খোকাই বলে, করবে বাবা অনেক বেশী রাগ,
লোকটি তারে খাওয়ায় জোরে ওসব কথা থাক।
খাওয়ার পরে উঠিয়ে দেবো যত পড়ুক ধান,
এইদুটো ভাত খেয়ে তুমি বাঁচাও তোমার জান।
খাওয়া শেষে তালু মুছে বলছে খোকা আবার,
করবে বাবা রাগ আমারে খাইছি একা খাবার।


লোকটি বলে, কোথায় বলো আছে তোমার বাবা,
-গাড়ির তলায় রইছে, বাবা, মারবে আমার থাবা!