(গতকাল০১/০৭/২০২০ আমার বাবা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)


তুমি তো নেই আমার পাশে যায়না এটা ভাবা,
ভাবলে বুকে চিঁড় ধরে যায় হঠাৎ আমার, বাবা।
আয় এসে বাপ জামা নে যা
বলবে কে এই! নামাযে যা
সকল বিপদ আগলে দিতো বদ্ধ তোমার থাবা।


সংগ্রামী যে জীবন তোমার দিয়েই শুধু গেলে,
কোটি টাকা দিলেও তোমার তুলনা কি মেলে!
খাটতে তুমি রোদে পুড়ে
যুদ্ধ তোমার জীবন জুড়ে  
একমুঠো ভাত করতে জোগাড় রক্ত দিতে ঢেলে!


তোমার নীতিকথা আমার বাঁজে কানে বীণা
সত্য-ন্যায়ের সেই যে স্মৃতি সইতে যে পারছিনা
পড়াশুনার খবর নিতে
আরও নিতে কলেজটিতে
এই ছেলেটি রাজনীতিতে নাম লেখালো কি না!


দ্বীনের পথে জীবন ছিলো তোমার যেন পুরা
দেখেছিলে সেটাই সুখের পরকালের চূড়া
তোমার কাছে আমার যত
প্রথম শেখা কত কত
নামায পড়ার কায়দা-কানুন এবং সকল সূরা।


বাবা তুমি কষ্ট করে গেলে জীবনজুড়ে
রাখতে যদি পারতাম তোমার বুকের ভিতর পুরে!
পড়ছে মনে তোমার স্মৃতি
বুকে জমা সবচে প্রীতি
তোমার নামে দু'চোখ কাঁদে অশ্রুভেজা সুরে।