নিত্য ভাসা লালচে রবি
ঝলমলে হয় কাছের সবই
যার ছোঁয়াতে রঙিন আমার
বুকে ভাসে বাবার ছবি।


আদর সোহাগ সব পেয়েছি
দু'হাত পেতে যা চেয়েছি
এই পৃথিবীর শখ পূরণে
বাবার হাতে সব খেয়েছি।


মা'র মমতা খুব যতনে
করতো বিরাজ ঠিক ওমনে
পাই সদা রোজ সন্ধ্যা-সকাল
বাবার কাছে সংগোপনে।


সকাল- বিকাল খোঁজটা নিত
দু'চোখ আমার বিস্ফোরিত
তাঁর সোহাগের নেই যে সীমা
বাবা আমায় আদর দিত।