লিখলে বাবা কলম খানি
সরসরিয়ে সরে,
লিখলে আমি হাতের লেখা
গোল্লা কাটে ঘরে।


পড়তে বসে আর ছেলেরা
সরসরিয়ে পড়ে,
পড়লে আমি আঁধার দেখি
বাবার হাতের চড়ে।


সবাই কেমন পড়তে বসে
ইচ্ছে আমার তা না,
ওরা যেসব পড়তে পারে
সেসব আমার জানা।


আমি শুধুই খেলতে পারি
খেলাই আমার টানে,
কিন্তু বাবা দেখলে এসব
হাত টা আনে কানে।